Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে হামলায় বিএনপি-ইসলামি দলগুলো নীরব কেন, প্রশ্ন নাছিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২০:১০

চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনে ইসরাইলের হামলায় বিএনপি ও ইসলামি দলগুলোর নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১১ অক্টোবর) সকালে অগ্নিযুগের বিপ্লবী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত পুলিন দে’র ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। নগর আওয়ামী লীগ নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এ স্মরণসভার আয়োজন করে।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ ও পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের উপর হামলে পড়েছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আজ উদ্বিগ্ন। অথচ আমাদের দেশের মার্কিন ও পশ্চিমা বিশ্বের সেবক ক্ষমতালোভী বিএনপি ও ইসলামি দলগুলো রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে জাতিকে সতর্ক হতে হবে। এদের অপরাজনীতি মোকাবেলা করার হিম্মত অর্জন করতে হবে।’

পুলিন দে’র প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বিপ্লবী পুলিন দে-র মতো সাধাসিধে ছিমছাম রাজনীতিক এখন আর নেই বললেই চলে। আজ আমাদের রাজনীতিতে নেতার প্রতি কর্মীর শ্রদ্ধা নেই, কর্মীর প্রতি নেতার মমত্ববোধ নেই। এটি সত্যিকার অর্থে রাজনীতির জন্য একটি বড় সংকট। এ সংকট থেকে মুক্তি না পেলে রাজনীতি শুদ্ধ হবে না।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বৃটিশ বিরোধী আন্দোলনের বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা ছিলেন অধ্যাপক পুলিন দে। যে স্বাধীন, মুক্ত বাংলার স্বপ্ন বিপ্লবীরা দেখেছিলেন, সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে নেহেরু-প্যাটেল, জিন্নাহ’র ষড়যন্ত্রে পাকিস্তান নামে একটি অবৈজ্ঞানিক, অবাস্তব ও সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়েছিল। এর মধ্য দিয়ে বাঙালি নতুন করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। সেই শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্তি দিয়েছিলেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন পুলিন দে। তিনি আপাদমস্তক বিশুদ্ধ রাজনীতিক এবং শুদ্ধাচারি মানুষ ছিলেন। এ মানুষটিকে আমরা যথার্থ সম্মান জানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।’

বিজ্ঞাপন

নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এনইউ

ইসলামি টপ নিউজ দল নাছির প্রশ্ন ফিলিস্তিন বিএনপি হামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর