Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক কেড়ে নিল খালা-ভাগ্নের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ১৮:০৬

দিনাজপুর: খালা চম্পা রানীর সঙ্গে মোটরসাইকেল ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না পাঁচ বছর বয়সী শিশু জয়ের। বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় দু’জনই নিহত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু জয় বোচাগঞ্জ উপজেলার আনাড়া গ্রামের বিশ্বজিতের ছেলে ও খালা চম্পা রানী রায় (২২) একই উপজেলার জালগাঁও গ্রামের স্বদব চন্দ্র রায়ের কন্যা।

জানা গেছে, মোটরসাইকেলে জয়কে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিল খালা চম্পা রানী।পথে সাদিয়া এন্টারপ্রাইজ নামের মালবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গেয়ে জয় ও তার খালার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

বোচাগঞ্জ থানার ওসি বলেন, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ট্রাক প্রাণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর