‘হত্যার উদ্দেশ্যেই খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা’
১১ অক্টোবর ২০২৩ ১৭:৪১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৮:৩৩
ঢাকা: খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই সরকার বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে তার চিকিৎসকদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে দেশবাসীর মত দলের সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকরা উদ্বিগ্ন। উনার অসুস্থতার বিষয়টা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি এবং গণতান্ত্রিক বিশ্বকেও আমরা জানিয়েছি।’
‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারটা এখন যেভাবে আছে, তাতে করে এটা পরিস্কার যে, তারা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। চিকিৎসার সুযোগ না দেওয়ার মানে কী, হত্যা করা’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সেই উদ্দেশ্যেই তারা (সরকার) নির্বাচনগুলোতে তার প্রধান প্রতিপক্ষের প্রধান নেত্রী যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা। ’১৮ সালের নির্বাচনের পূর্বেই কিন্তু তারা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়েছে। আজকে কিন্তু একইভাবে যেহেতু সামনে নির্বাচন আছে দেশনেত্রী যাতে বাইরে যেতে না পারেন এবং সুচিকিৎসা করে সুস্থ হয়ে দেশে এসে আবার তিনি জনগণের সঙ্গে চলাফেরা করতে না পারে, সেই লক্ষ্যে তারা তাকে এভাবে হত্যা করতে চায়।’
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর বিষয়ে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিষয়টি আমরা আপনাদের জানিয়েছি, বিশ্বের সকল গণতান্ত্রিক বিশ্বকে জানিয়েছি। তার মুক্তির জন্য আমরা একটার পর একটা কর্মসূচি দিচ্ছি। আপনাদেরকে একটা জিনিস অনুধাবন করতে হবে, আমাদের দল একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা শান্তিপূর্ণ গণআন্দোলনে বিশ্বাসী, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগুচ্ছি। এটি একটি ফ্যাসিবাদী সরকার। লড়াইটা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, গণতান্ত্রিক শক্তির লড়াই।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার প্রধান ও মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সরকার প্রচলিত আইনের অযৌক্তিক ও ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পূরণের অসুস্থ প্রয়াস চালাচ্ছে বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থায়ী কমিটি আবারও খালেদা জিয়াকে তার মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দ্রুত বিদেশে পাঠানোর জন্য আরোপিত অমানবিক বাধা দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেখুন যে, প্রত্যেকটা কথা প্রচণ্ড সন্ত্রাসী কথাবার্তা এবং এই কথাগুলোর কিন্তু কেমিস্ট্রি। আমরা সব সময় বলি যে, আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে দুইটা বিষয় আছে একটা হচ্ছে সন্ত্রাস আরেকটা দুর্নীতি। এই দুইটার বাইরে কখনোই যায়নি। প্রথম থেকেই না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সারাবাংলা/এজেড/এনইউ