বিএনপি নেতা এ্যানী রিমান্ডে
১১ অক্টোবর ২০২৩ ১৬:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৬:৫৪
ঢাকা: বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানার দায়ের করা পুলিশের কর্তব্য কাজে বাধাসহ বেআইনি সমাবেশের করার অভিযোগের মামলায় এই রিমান্ড আবেদন করে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এদিন এ্যানীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক শাহিদী হাসান। এ সময় এ্যানীর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১০ অক্টোবর গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ্যানীকে তুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
সারাবাংলা/এআই/এনএস