Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলে হামাসের হামলা শয়তানের কাজ: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩ ০১:৫১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১১:৩৫

ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলাকে ‘শয়তানের কাজ’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংক্ষিপ্ত ভাষণে তিনি হামাসকে ‘রক্ত-পিপাসু’ বলে অভিহিত করেছেন।

জো বাইডেন বলেন, ‘আইসিস-এর (ইসলামিক স্টেট) দ্বারা সংঘটিত নিকৃষ্টতম নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয় হামাসের এই হামলা।’

তিনি জানান, ইসরাইলে হাজারের বেশি বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৪ জন আমেরিকান নাগরিক রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ায় না। তারা ফিলিস্তিনি জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। দুঃখজনকভাবে ইহুদি জনগণের জন্য, এটি নতুন নয়। গত শতাব্দীর ইহুদি বিদ্বেষের বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে এই ঘটনা।’

মার্কিন প্রেসিডেন্ট এই অঞ্চলে ঘটা কিছু ভয়ঙ্কর গল্পের উদাহরণ দিয়ে আবেগঘণ ভাষায় বলেন, ‘বাবা-মায়েরা তাদের সন্তানদের রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে। শিশুদের হত্যা করা হয়েছে, নারীদের ধর্ষণ করা হয়েছে, এবং বিজয়ের ট্রফি হিসেবে তাদের (নারীদের) দিয়ে প্যারেড করানো হয়েছে।’

জো বাইডেন ইসরাইলের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা ইসরাইলের সঙ্গে দাঁড়িয়েছি।’ তিনি জোর দিয়ে বলেন, ‘হামলার জবাব দেওয়ার জন্য ইসরাইলের যা প্রয়োজন তা থাকবে।’

হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে জো বাইডেন জানান, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। বাইডেন বলেন, ‘আমি তাকে (বেনিয়ামিন নেতানিয়াহুর) বলেছিলাম যে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরাইল যা অনুভব করছে তা অনুভব করে থাকে, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অপ্রতিরোধ্য।’

বিজ্ঞাপন

তবে বাইডেন জোর দিয়ে বলেন, ‘যে কোনো প্রতিক্রিয়া অবশ্যই আইনের শাসন মেনে চলতে হবে, এটিই ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হামাস জঙ্গিদের থেকে আলাদা করেছে৷ সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষকে টার্গেট করে, তাদের হত্যা করে। আমরা যুদ্ধের আইন মেনে চলি। এটা গুরুত্বপূর্ণ। তাদের ও আমাদের মধ্যে পার্থক্য আছে।’

সারাবাংলা/আইই

ইসরাইল জো বাইডেন ফিলিস্তিন হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর