Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিমার্ণাধীন ভবন থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ২২:০৭

ঢাকা: রাজধানীর লালবাগ ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. আলী মিয়া (৭০) নামে এক দিনমজুর মারা গেছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান আলী।

মৃত ব্যক্তির ছেলে সোহরাব মিয়া জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মুশরিয়া গ্রামে। বর্তমানে তারা কামরাঙ্গীরচর এলাকায় সিলেটি বাজার এলাকায় বসবাস করছে। তার বাবা দিনমজুরের কাজ করতেন।

তিনি আরও জানান, সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে কাজ করছিলেন তার বাবা। বিকেলে নির্মাণাধীন একতলা ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে মন্দির থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে ভর্তি করে তার স্বজনরা। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ভবন থেকে পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর