Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে বেস্ট হোল্ডিংস

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ২১:৩৫

ঢাকা: পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে এই অর্থ উত্তোলন করবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) কমিশনের ৮৮৫তম সভায় আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে এই অল্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আজকের সভায় আবেদনের পরিপ্রেক্ষিতে বেস্ট হোল্ডিংস লিমিটেডকে আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে। তারা এই টাকা বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ ও আইপিও’র খরচ খাতে ব্যয় করবে।’

জানা গেছে, কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৫৬.৩৪ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩২.২৬ টাকা, শেয়ার প্রতি আয় ১.২৪ টাকা এবং গত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি আয় দশমিক ৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

সারবাংলা/জিএস/একে

পুঁজিবাজার বেস্ট হোল্ডিংস শেয়ারবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর