Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরের প্রথম ১০ দিনে মৃত্যু ১২০, আক্রান্ত ২৫৩৭৩

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ২১:২৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২২:৩৬

ঢাকা: গেল ২৪ ঘণ্টায় (৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশে দুই হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৮ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বিগত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। এর মাঝে ঢাকায় মৃত্যু হয়েছে ৯ জনের, ঢাকার বাইরে চার জনের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১০৯ জন।

এ নিয়ে চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৩৭৩ জন। এর মাঝে ১২০ জন মারা গেছে বিভিন্ন হাসপাতালে।

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আট হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৬৮৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৯ হাজার ৬৮ জন। এর মাঝে ঢাকায় ৮৬ হাজার ৭৭ এবং ঢাকার বাইরে এক লাখ ৩২ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনইউ

অক্টোবর আক্রান্ত ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর