Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাকখাতকে সহযোগিতা করতে এনবিআরের প্রতি বিজিএমইএ’র অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৯:৫৯

ঢাকা: চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি পোশাক শিল্পে সহযোগিতা সম্প্রসারিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর এনবিআর ভবনে এনবিআর এর সদস্য (কর) মো. নাজমুল করিমের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান।

বৈঠকে এফবিসিসিআই এর সহ-সভাপতি এবং বিজিএমইএ এর সাবেক পরিচালক মুনির হোসেনও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের পোশাক রফতানির ওপর বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাবসমূহ এবং পোশাকখাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করে শিল্প পরিচালনা করার সম্ভাব্য কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দেশের পোশাক রফতানিকারকরা শুল্ক, ভ্যাট ও আয়কর সংক্রান্ত যে সব সমস্যা মোকাবিলা করছেন, যে সব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে পোশাকের ওপর ভোক্তারা ব্যয় হ্রাস করেছেন, ফলে পোশাকের অর্ডার কমেছে এবং রফতানি হ্রাস পেয়েছে। উপরন্তু ফ্যাশন শিল্পে পণ্য সরবরাহের জন্য সম্ভাব্য স্বল্পতম লিডটাইমের চাহিদা ক্রমবর্ধমানভাবে বেড়েছে। এইরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ববাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জাতীয় রাজস্ব বোর্ডেকে দ্রুত ও ঝামেলামুক্ত পরিষেবাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাহাজীকরণে বিলম্ব হলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে, যা শেষ পর্যন্ত শিল্পের প্রতিযোগী সক্ষমতাকে প্রভাবিত করবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট এরইমধ্যে বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে।’

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা এবং অব্যাহত প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।’

সারাবাংলা/ইএইচটি/একে

এনবিআর পোশাকখাত বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর