Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমর্ত্য সেনের মৃত্যুর খবর গুজব, জানালেন মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১৮:২৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২১:২১

ঢাকা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। তার মৃত্যুর খবর গুজব। পশ্চিমবঙ্গের নোবেল বিজয়ীর মেয়ে নন্দনা সেন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন এবং এক্স-এ (সাবেক টুইটার) এ কথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোল্ডিনের একটি টুইটের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। পরে জানা যায় ক্লডিয়া গোল্ডিন নামে এই টুইটার একাউন্টটি ভুয়া।

বিজ্ঞাপন

এক্সে নন্দনা সেন লিখেন, বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু এটি একটি ফেইক খবর। বাবা সম্পূর্ণ ভালো আছেন। আমরা এইমাত্র কেমব্রিজে পরিবারের সঙ্গে একটি চমৎকার সপ্তাহ কাটিয়েছি। গত রাতে যখন আমরা বিদায় বলেছিলাম তখন তার আলিঙ্গন সবসময়ের মতো শক্তিশালী ছিল। হার্ভার্ডে সপ্তাহে ২টি কোর্সের ক্লাস নিচ্ছেন। এবং তিনি বই নিয়ে কাজ করছেন – বরাবরের মতোই ব্যস্ত।

সারাবাংলা/আইই

অমর্ত্য সেন

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর