Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১৬:০৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৭:৫১

ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিরা ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন, ছবি: রয়টার্স

ইসরাইলের বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজা শহরের ফিশিং পোর্টের কাছে একটি আবাসিক ভবনে হামলা চালালে তারা নিহত হন বলে জানিয়েছে সাংবাদিকদের সংগঠন এবং একজন কর্মকর্তা। খবর আলজাজিরা।

‘চলমান ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় তিন সাংবাদিক শহিদ হয়েছেন’ বলে জানিয়েছেন সাংবাদিকদের সংগঠনটি।

গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাংবাদিকরা হলেন— সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ এবং হিশাম নাওয়াজাহ।

চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ৯০০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ৯০০ ইসরাইলি নিহত এবং ২ হাজার ৪০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবামাধ্যম হারেৎজ। এছাড়া ১০০ থেকে ১৫০ জন হামাসের হাতে আটক রয়েছেন।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইসরাইল ইসরাইল-হামাস ফিলিস্তিন

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর