Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামাসের হামলায় ১২৩ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১৫:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৬:১৮

সহকর্মীর মরদেহ কফিনে করে নিয়ে যাচ্ছেন ইসরালি সেনারা ছবি: হরেৎজ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় অন্তত ১২৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া ৫০ জন সেনা বন্দি রয়েছেন। খবর হারেৎজ।

মঙ্গলবার (১০ অক্টোবর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫০ সেনা সদস্যকে গাজা উপত্যকায় অপহরণ করা হয়েছে। এছাড়া অন্তত ১২৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ড্যানিয়েল হাগারি আরও জানান, গাজার সীমান্তের কাছে সমস্ত ইসরায়েলি শহর এবং সম্প্রদায়ের নিয়ন্ত্রণ সুরক্ষিত করেছে সেনাবাহিনী। ‘জানা মতে, গত রাতে কোনো সন্ত্রাসী ইসরায়েলে অনুপ্রবেশ করেনি। প্রাথমিক হামলার পর ইসরায়েলি ভূখণ্ডে আত্মগোপনকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের কয়েকটি ঘটনা ঘটেছে।’

ইসরাইল প্রতি চার ঘণ্টায় গাজায় বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন আইডিএফ’র এই মুখপাত্র।

উত্তর ফ্রন্টের বিষয়ে হাগারি বলেন, লেবাননের সীমান্তে বর্তমানে নিরাপত্তার কোনো সমস্যা নেই। তবে আইডিএফ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

সারাবাংলা/এনএস

ইসরাইল ইসরাইল-হামাস টপ নিউজ ফিলিস্তিন

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর