হামাস-ইসরাইল যুদ্ধে নিহত বেড়ে ১৬০৪
১০ অক্টোবর ২০২৩ ১৫:০১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৬:৪৯
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের সেনাবাহিনীর মধ্যে চলমান যুদ্ধের চতুর্থ দিনে নিহতের সংখ্যা ১৬০৪ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৬ হাজার ৩০০ জন । খবর বিবিসি ও হারেৎজ।
মঙ্গলবার (১০ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১০০ অধিক শিশু এবং ১০০ অধিক নারী রয়েছেন। এছাড়া ৩ হাজার ৯০০ জন আহত হয়েছেন।
গতকাল সোমবারের (৯ অক্টোবর) ইসরাইলের হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ ফিলিস্তিনি নিহতের সংখ্যা। তাদের দুই-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে টানা চারদিনে হামাসের হামলায় ৯০০ ইসরাইলি নিহত এবং ২ হাজার ৪০০ জন আহত হয়েছেন। এছাড়া ১০০ থেকে ১৫০ জন হামাসের হাতে আটক রয়েছেন বলে জাতিসংঘকে জানিয়েছেন ইসরাইলের রাষ্ট্রদূত।
এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।
আরও পড়ুন
- ১৫০০ হামাস যোদ্ধার মরদেহ উদ্ধার: ইসরাইল
- আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরাইল
- হামাসের হামলায় ৩০ পুলিশসহ ২৫০ ইসরাইলি নিহত
- যুদ্ধে ফিলিস্তিনের ২৩২ নিহত, ইসরাইলের ২০০
- ইসরাইলে হামলার কারণ জানাল হামাস
- হামাসকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
- ইসরাইলে হামলা চালিয়েছে হামাস
- ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুঁড়েছে হামাস
- ৩৫ ইসরাইলিকে বন্দি করেছে হামাস
- হামাসের হামলায় ২২ ইসরাইলি নিহত
সারাবাংলা/এনএস