Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব ডিজির স্ত্রী মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ২০:৫৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ২১:৩৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশানের বাসভবন থেকে পুলিশের এলিট ফোর্স র‍্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশিদ বেবি মারা গেছেন। পুলিশ বলছে, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে থাকতে পারেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে বেবির মৃত্যু হলেও রাত ৮টার দিকে ঘটনাটি জানাজানি হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতাজনিত কারণে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে ডিজির এক ঘনিষ্ঠজন সারাবাংলাকে বলেন, ‘দিলরুবা খুরশিদ বেবি ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছেন।’

এ বিষয়ে জানতে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘মৃত্যু কীভাবে হয়েছে সেটি বলতে পারব না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলশানে আছেন।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ মরদেহ র‌্যাব ডিজি স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর