Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেশি লাফালাফি করলে ইউরোনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেবো’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ২০:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ২২:২২

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে। বেশি লাফালাফি, নাচানাচি করলে রাশিয়ার ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেবো।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আগে বিএনপি-জামাতের চলমান দেশ ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবরে বিএনপি নাকি ঢাকা অচল করে দেবে। ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকেই অচল করে দিবে। নিজেরাই অচল হয়ে যাবে।’

বিএনপিকে হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, ‘বেশি লাফালাফি করলে ভালো হবে না। অবস্থা খারাপ হবে।’

বিশ্ব সংকটে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই কষ্ট থাকবে না। মানুষের কথা ভেবে শেখ হাসিনার ঘুম হারাম। কীভাবে মানুষকে খাওয়াবে, পরাবে।’

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম বেশি। কিন্তু একজন মানুষও না খেয়ে মরেনি। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, মুক্তিযুদ্ধ বাঁচবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর