Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজি বোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ১৮:৪২

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলায় সড়কে সবজি বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

রোববার (৯ অক্টোবর) দুপুরে আকচা ইউনিয়নের ফারাবাড়ি এলাকার দক্ষিণ বটিনা গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের সহিবর হোসেন (৪২) ও আশরাফুল ইসলাম (৩০)।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, রোববার দুপুরে ফারাবাড়ি এলাকায় ট্রাকে সবজি বোঝাই শেষে ঠাকুরগাঁও শহরে আসার পথে দক্ষিণ বটিনা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিকরা চাপা পড়লে এতে অনেকেই গুরুতর আহন হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর সময় দুই জন মারা যায়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিকরা সকলেই আহত হন। এদের মধ্যে দুই জন মারা গেছেন। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/পিটিএম

২ শ্রমিক টপ নিউজ ট্রাক উল্টে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর