কুমারখালীতে যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ
৯ অক্টোবর ২০২৩ ১৭:৩৫
কুষ্টিয়া: কুমারখালীর একটি সড়কে পাশ থেকে রুবেল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকালে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম মরদেহ দেহ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মা পপি খাতুন জানান, গতকাল সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রীর অসুস্থতা’র কথা বলে তার মেজো ভাই মিঠু তাকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পরে থাকতে দেখেন। শ্বশুর বাড়ির লোকজন রুবেলকে হত্যা করেছে বলে দাবি তার মায়ের।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, রুবেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে রুবেলের স্ত্রীর পরিবারের সবাই পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।
সারাবাংলা/পিটিএম