১০ সাব-রেজিস্ট্রারকে বদলির আদেশ
৯ অক্টোবর ২০২৩ ১৬:৩৬
ঢাকা: নিবন্ধন অধিদফতরের ১০ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করার জন্য আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
রোববার (৮ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। আদেশে সই করেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মাসুদ-উর-রহমান।
জারি করা আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ অক্টোবর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে অনুরোধ করা হয়েছে। একই আদেশে গত ১ অক্টোবর জারি করা আদেশে বদলিকৃত তিনজন সাব রেজিস্ট্রারের বদলির স্থগিত করা হয়েছে।
অফিস আদেশে নোয়াখালীর হাতিয়ার সাব রেজিস্ট্রার তাজনুভা জান্নাতকে (ফেনীর পরশুরামে বদলির আদেশাধীন) জামালপুরের দেওয়ানগঞ্জে, সিলেট সদরের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমানকে সদর রেকর্ডরুম ঢাকায়, মাদারীপুরের শিবচরের মো. মিজানুর রহমানকে সিলেট সদরে, ভোলার চরফ্যাশনের মো. নূর আলম সিকদারকে মাদারীপুরের শিবচরে, ময়মনসিংহের ভালুকার আসমা আক্তারকে নেত্রকোনার খালিয়াজুরীতে, গোপালগঞ্জ সদরের আনোয়ারুল হাসানকে ময়মনসিংহের ভালুকায়, ফেনীর মতিগঞ্জের মো. আকরাম হোসাইন রিয়াদকে গোপালগঞ্জ সদরে, ফেনীর দাগনভূইয়ার মো. মঞ্জুরুল আলমকে সুনামগঞ্জ সদরে, সিলেটের কানাইঘাটের অকিল উদ্দিনকে ফেনীর দাগনভূইয়ায় এবং সুনামগঞ্জের বাদশাগঞ্জের মো. মনজুরুল আমিনকে ফেনীর মতিগঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া, গত ১ অক্টোবর জারি করা আদেশে বদলি করা তিন সাব রেজিস্ট্রারের বদলির আদেশ স্থগিত করা হয়েছে।
তারা হলেন- নোয়াখালীর হাতিয়ার সাব রেজিস্ট্রার তাজনুভা জান্নাত (বদলির আদেশপ্রাপ্ত ফেনীর পরশুরাম), ফেনীর পরশুরামের আকলিমা ইয়াসমিন (বদলির আদেশপ্রাপ্ত জামালপুরের দেওয়ানগঞ্জ), লক্ষীপুরের রায়পুরে মো. আবুল কালাম আজাদ (বদলির আদেশপ্রাপ্ত ঢাকার সদর রেকর্ডরুম)।
সারাবাংলা/কেআইএফ/ইআ