Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারিবাগে ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ১০:২৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ১২:৫১

ঢাকা: রাজধানীর হাজারিবাগে একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মীর জাওয়াদ বিন জসিম (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ছাত্রের বাবা মীর জসিম উদ্দিন জানান, হাজারীবাগের স্বপ্নভাঙা আবাসিক এলাকার একটি বাড়ির ১০ম তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন তারা। তাদের একমাত্র সন্তান জাওয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিল।

তিনি আরও জানান, রাত ১০টার দিকে জাওয়াদ বাড়িটির ১০ম তলার ছাদে যান। প্রায় প্রতিদিনই ছাদে গিয়ে বসে থাকত সে। গতরাতে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যায় জাওয়াদ।

ঘটনার পর ছাদসহ বাড়ির কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। সেখানে দেখা গেছে, ছাদে রেলিংয়ের বাইরেও ২-৩ ফিট ফাঁকা জায়গা রয়েছে। রেলিং পার হয়ে জাওয়াদ সেইখানে গিয়ে বসে ছিল। ৪-৫ মিনিট বসে থাকার পর সেখান থেকে নিচে পড়ে যায় সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় হাজারিবাগ থানা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ ঢাবি শিক্ষার্থী হাজারিবাগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর