Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৯:৩৯

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই সময়ে ৩৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে রোববার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৪৫ জন, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৭৬ জন, ভোলায় ২৭ জন, বরগুনায় ৪২ জন ও ঝালকাঠিতে আট জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সৈকত (২৯) পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া রীনা (৩৮) জেলার বাবুগঞ্জ উপজেলার ও নিতাই (৭৫) বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। আর ইয়াসিন (৭৫) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা।

চলতি বছর এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন।

সারাবাংলা/পিটিএম

ডেঙ্গু বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর