Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৯:২৮

প্রতীকী ছবি

দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে হোমাইরা আক্তার হিমু (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।

রোববার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার সময় উপজেলার বিনোদনগর ইউনিয়নের নলশীষা নদীতে এই ঘটনা ঘটে। বিনোদনগর ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল রানা বিষয়টি নিশ্চিত করছেন।

হিমু নারায়ণপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো।

ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘দুপুরের দিকে নদীতে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী। কিন্তু সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।’

সারাবাংলা/পিটিএম

নদীতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর