চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ২
৮ অক্টোবর ২০২৩ ১৮:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিক্সাকে ধাক্কা দিয়েছে। এতে যাত্রীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।
রোববার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন– মৃদুল নাথ (৫৮) ও আবদুল্লাহ (৩৫)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এরফান খান সারাবাংলাকে জানান, চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের একটি বাস প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি পথচারী আবদুল্লাহকে ধাক্কা দিয়ে ব্যাটারিচালিত রিকশার উপর উঠে যায়। ঘটনাস্থলেই রিকশার যাত্রী মৃদুল ও পথচারী আবদুল্লাহর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃদুল বাজার করে বাড়ি ফিরছিলেন। আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটিকেই জব্দ করা হয়েছে। বাসচালককেও গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/আইসি/পিটিএম