Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির সংর্বধনা অনুষ্ঠান বর্জন বিএনপিপন্থিদের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৭:০৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৪

ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংর্বধনা অনুষ্ঠান বর্জন করে বিক্ষোভ করেছে বিএনপিপন্থি ও সমমনা আইনজীবীদের নিয়ে গঠিত ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

রোববার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের নেতাদের কাছ থেকে প্রধান বিচারপতি ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন। এমনকি বিশ্বজিৎ হত্যা মামলার আসামিরাও তাকে ফুল দিয়েছেন।

তারা বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগীয় প্রথা ও আচরণের বিধি লঙ্ঘন করে সংর্বধনা নিয়েছেন। এসব কারণে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করছে।

এ সময় আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের গেট-টুগেদারও বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, কো-কনভেনর সুব্রত চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস বাদল, সৈয়দ মামুন মাহবুব, শাহ আহমদ বাদল, আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলীসহ অনান্যরা।

প্রসঙ্গত, রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংর্বধনা দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর