Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমন মৌসুমে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৭:০৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৮:২৫

ঢাকা: চলতি আমন মৌসুমে মোট সাত লাখ টন চাল ও ধান কিনবে সরকার। এর মধ্যে দুই লাখ টন ধান ও পাঁচ লাখ টন চাল। আগামী ১৯ নভেম্বর থেকে এই খাদ্যশস্য সংগ্রহ শুরু হবে।

রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি জানান, চার লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে ৪৪ টাকা কেজি দরে ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে ৪৩ টাকা কেজি দরে। আর দুই লাখ টন ধান কেনা হবে ৩০ টাকা কেজি দরে।

তিনি বলেন, আমরা গত বছরও এই পরিমাণে ধান, চাল সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। সেখানে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বরং চাল অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন চাল বেশি সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সরকারী গুদামে বর্তমানে ১৬ লাখ ৬৮ হাজার চাল মজুত আছে আর গম এক লাখ ৫৩ হাজার মেট্রিক টন গম মজুত আছে।

খাদ্যমন্ত্রী বলেন, মজুতে আমরা সন্তুষ্ট। সব মিলিয়ে ১৭ লাখ ৭৩ মেট্রিক টন মজুত রয়েছে। আরও সাড়ে চার লাখ মেট্রিক টন গম ২০ অক্টোবর দেশে পৌঁছাবে।

তিনি বলেন, এবার মোট সাত লাখ মেট্রিকটন ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে চার লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল আর দুই লাখ টন ধান সংগ্রহ করা হবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, এই মরা কার্তিকেও আমাদেন চাল আমদানি করতে হয়নি। বরং গত মৌসুমে দুই লাখ টন চাল বেশি সংগ্রহ হয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে বাজারে চালের দাম নিম্মমুখী। যদিও কৃষি পণ্যের দাম বেশি। ৩০ টাকায় চাল দিচ্ছি। কাবিখা ও টিআর-এ ওপেন মার্কেটে চাল দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের তবে আমরাও এর দায় এড়াতে পারি না। যেমন কোল্ড স্টোরেজের মালিকরা কথা শোনে না। তবুও আমাদের চেষ্টা অব্যাহত আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ধান, চাল সংগ্রহ ১৯ নভেম্বরে শুরু হয়ে, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

সারাবাংলা/জেআর/এনইউ

চাল ধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর