Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংকটময় পরিস্থিতিতে নেই স্বল্প মেয়াদী পরিকল্পনা’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৬:১৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৮:১৩

ঢাকা: পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থাপনায় রাজনৈতিক নেতৃত্ব নেই। দেশের এই সংকটময় পরিস্থিতিতে নেই কোনো স্বল্প মেয়াদী পরিকল্পনা। যেটা অনেক আগে নেওয়া উচিত ছিল। বিশেষ করে দেশের আর্থিক খাতের সংস্কার করা উচিত ছিল অনেক আগেই।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ব্যাক ইন সেন্টারে আয়োজিত দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সাউথ এশিয়ান ইকোনমিক মডেলিং ( সানেম) ও বিশ্বব্যাংক যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিজ্ঞাপন

সেমিনারে আলোচনা করতে গিয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘অনেকে বলছে, দেশের অর্থনৈতিক সংকট বৈশ্বিক কারণে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে। আসলে বিষয়টি তা নয়। আমাদের দেশের অভ্যন্তরীণ কারণে এ সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এমনটি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতারা অনেক সময় বলেছে, আমরা ভালো করছি। আমাদের অর্থনীতি ভালো করছে। হ্যাঁ আমরা ভালো করছিলাম; কিন্তু যখন পরিস্থিতি খারাপের দিকে গেল, তখন সমস্যা সমাধানের জন্য তেমন কোনো পদক্ষেপই নিইনি।’

তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘এখন আমাদের জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিতে হবে। হুন্ডির মাধ্যমে টাকা পাচার বন্ধ করতে হবে। রাজস্ব বাড়াতে হবে। সরকারের নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।’

সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

টপ নিউজ বিশ্বব্যাংক সংকটময় পরিস্থিতি স্বল্প মেয়াদী পরিকল্পনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর