Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহর বোমার জবাবে ইসরাইলের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ১৪:৩৫ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৫:০০

লেবানন সীমান্তের কাছের হামলা চালায় ইসরাইল, ছবি: রয়টার্স

ইসরাইলের অধিকৃত তিন স্থানে বোমা হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর জবাবে লেবাননেও পাল্টা ড্রোন হামলা চালিয়ে ইসরাইল। খবর আলজাজিরা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় ইসরায়েলের দখল করা তিনটি স্থানকে লক্ষ্য করে হামলা চালাই। রাডার সাইট, জিবদিন এবং রুওয়াইসাত আল-আলম’এ ব্যাপক আর্টিলারি শেল এবং গাইডেড মিসাইল দিয়ে বোমাবর্ষণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এরপর লেবানন সীমান্তে ড্রোন হামলা চালায় ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তাদের একটি ড্রোন লেবাননের সীমান্তে মাউন্ট ডোভ এলাকায় ‘হিজবুল্লাহর একটি অবকাঠামোতে আঘাত করেছে।’

লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর বলেছেন, ইসরাইলের উত্তর দিকে হিজবুল্লাহর হামলা ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান উত্তেজনাকে আরও খারাপ করতে পারে।

তিনি আরও বলেন, ‘লেবাননের সব সশস্ত্র গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। লেবাননে হামাসের মিত্র আছে, সব দলই ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি।’

গতকাল শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই হামলায় ৫০০ জনের অধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে হামাসের হামলায় ৩০ জন পুলিশ কর্মকর্তাসহ ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার ইসরাইলে প্রথমে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/এনএস

ইসরাইল টপ নিউজ লেবানন হিজবুল্লাহ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর