হামাসের হামলায় ৩০ পুলিশসহ ২৫০ ইসরাইলি নিহত
৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৭
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় অন্তত ২৫০ ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১ হাজার ৮০০ জন। এছাড়া হামাসের সঙ্গে যুদ্ধে ৩০ জন ইসরাইলি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। খবর হারেৎজ।
এদিকে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এতে করে ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধের শুরু থেকে গাজা উপত্যকায় ২৫৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ শিশু রয়েছে। আর আহত হয়েছেন ১ হাজার ৮০০ জনের বেশি।
রোববার (৮ অক্টোবর) পুলিশের রবাত দিয়ে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ জানায়, হামাসের সঙ্গে যুদ্ধের প্রথম দিনে ৩০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অর্থশত ফিলিস্তিনি যোদ্ধারা গাজা থেকে স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরাইলে অনুপ্রবেশ করেছে।
এর আগে, গতকাল শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।
আরও পড়ুন
- যুদ্ধে ফিলিস্তিনের ২৩২ নিহত, ইসরাইলের ২০০
- ইসরাইলে হামলার কারণ জানাল হামাস
- হামাসকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
- ইসরাইলে হামলা চালিয়েছে হামাস
- ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুঁড়েছে হামাস
- ৩৫ ইসরাইলিকে বন্দি করেছে হামাস
- হামাসের হামলায় ২২ ইসরাইলি নিহত
সারাবাংলা/এনএস