Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১২:৩৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৪:৩৯

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে শিশু ও স্বামী-স্ত্রীসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন অরিজিৎ তার স্ত্রী রিংকু ও তাদের উনিশ মাস বয়সি সন্তান কাব্য। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তার স্ত্রী গৃহিণী।

শ‌নিবার (৭ অক্টোবর) রাত সাড়ে তিনটায় উপজেলার নাগেরচর এলাকার গোলজার মিয়ার একটি দোতলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশিরা জানান, রাতে বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান গৃহবধূ রিংকু। দেশলাই জ্বালাতেই হঠাৎ ঘরে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা তারা ৩ জনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে রান্না ঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই এঘটনা ঘটতে পারে। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

সারাবাংলা/এমও

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ স্বামী-স্ত্রী দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর