Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০৫৩

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ১২:৩৬ | আপডেট: ৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৮

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির তালেবান সরকার। আর আহত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। খবর রয়টার্স।

রোববার (৮ অক্টোবর) তালেবান প্রশাসন এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পপ্রবণ পার্বত্য দেশটিতে এটি সবচেয়ে মারাত্মক কম্পন।

দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সায়েক রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জন নিহত হয়েছেন এবং ৯ হাজার ২৪০ জন আহত। এছাড়া ১ হাজার ৩২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল শনিবার (৭ অক্টোবর) দেশটির হেরাত শহরের ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।

এদিকে হেরাতের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা ডা. দানিশ রয়টার্স’কে জানান, ২০০ জনেরও বেশি মৃতদেহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনায় আর ৫১০ জন আহত হয়েছেন। এই সংখ্যা পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, ‘সামরিক ঘাঁটি ও হাসপাতালসহ মৃতদেহ অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।’

গতককাল শনিবার স্থানীয় বাসিন্দা নাসিমা বলেন, ‘ভূমিকম্পের কারণে হেরাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোকেরা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা সবাই রাস্তায় আছি।’

সারাবাংলা/এনএস

আফগানিস্তান আফগানিস্তানে ভূমিকম্প

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর