Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যশোরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ০৯:৩৪

যশোর: মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা একাত্তর’ যশোর জেলা শাখা। শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১, স্বীকৃতি চাই জাতিসংঘ’ শিরোনামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমরা একাত্তর যশোর জেলা শাখার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান, সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. আতিকুর রহমান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও আমরা একাত্তর যশোরের সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন ‘আমরা একাত্তর’ যশোরের সদস্য কাজী শাহেদ নওয়াজ।

সারাবাংলা/এমও

একাত্তরের গণহত্যা গণহত্যার স্বীকৃতি মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর