Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী ৩০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৩ ১৯:৪১

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নের আশায় মোট ৩০ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এই প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। আগামী রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হবে।

শনিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল। এই সময়ে এই দুই আসনের উপ-নির্বাচনে মোট ৩০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন বলে দফতর সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন। তারা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য মো. শাহজাহান আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হান্নান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু শামীম মোহাম্মদ পিয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শাহ মফিজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন কাউসার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য মাইনুল হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মাসুদুর রহমান ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জালাল মিয়া।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচনে ১৪ মনোনয়ন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক, আওয়ামী যুবলীগের সদস্য মুহাম্মদ শওকত হায়াত, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আবুল হাসেম, সাবেক ছাত্রলীগ কর্মী সামীমা হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহিম, জাতীয় কমিটির সদস্য এম আলাউদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (আজাদ ভুইয়া), আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য খোকন চন্দ্র পাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল ও মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সৃজনী শিউলী প্রমুখ।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর (বুধবার) মনোনয়ন দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর (শুক্রবার) এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।

এর আগে, গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোরে মারা যান।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ আওয়ামী লীগের মনোনয়ন উপ-নির্বাচন নৌকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর