Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

চবি করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৩ ১৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই উপগ্রুপে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী।

ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী সালাবাংলাকে বলেন, ‘তদন্ত কমিটিতে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথকে আহ্বায়ক করে সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদকে সদস্য সচিব এবং আরেক সহকারী প্রক্টর মোরশেদুল আলমকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’

চবির প্রক্টর ড. নূরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

এর আগে, শুক্রবার (৬ অক্টোবর ) সোহরাওয়ার্দী হলের পাশে ‘মায়ের দোয়া’ খাবার দোকানে শাখা ছাত্রলীগের ‘মকু গ্রুপে’র এক কর্মীর সঙ্গে ‘সিক্সটি নাইন গ্রুপে’র এক কর্মীর কথাকাটি হয়। এ সময় ‘সিক্সটি নাইনে’র কর্মীকে চড়-থাপ্পড় মারে উপস্থিত থাকা মকু গ্রুপের নেতাকর্মীরা।

পরে ‘সিক্সটি নাইন’ শাহজালাল হলের সামনে এবং ‘মকু গ্রুপ’ সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নিয়ে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

সারাবাংলা/এমএ/ইআ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর