Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতলে সবাইকে নিয়ে কাজ করব: খালেক


১৫ মে ২০১৮ ২১:২৮ | আপডেট: ১৫ মে ২০১৮ ২১:৫৮

।। মেসবাহ শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট ।।

খুলনা থেকে: নির্বাচনে জিতলে খুলনা সিটি করপোরেশনের উন্নয়নে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে একসাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘খুলনা নগরী সবার। নির্বাচনে জিতলে তাই সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

মঙ্গলবার (১৫ মে) রাতে সোনাডাঙ্গায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নির্বাচন কমিশনের অস্থায়ী তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে উপস্থিত হলে সাংবাদিকদের এসব কথা বলেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের এই প্রার্থী।

সর্বশেষ তথ্য পাওয়া তথ্য অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৪২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন খালেক। ২০০টি কেন্দ্রের ফলে খালেক ভোট পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৭৮ হাজার ১৭৪ ভোট।

খালেক সাংবাদিকদের বলেন, খুলনা সিটি করপোরেশনের উন্নয়নই আমার মূল লক্ষ্য। এর আগের মেয়র তার মেয়াদে নগরীতে বেশকিছু উন্নয়ন প্রকল্প শুরু করেছিলেন। আমি নির্বাচিত হলে সেই প্রকল্পগুলো শেষ করাকে অগ্রাধিকার দেবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেক বলেন, ‘বিএনপি প্রার্থী মঞ্জু আমার ছোট ভাই। আমরা এ শহরে একসঙ্গে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। রাজনীতির মাঠে আমরা একে অন্যের প্রতিপক্ষ হলেও উন্নয়নের স্বার্থে আমরা এক। আমার সব ভালো কাজে তাকে পাশে রাখব। এ শহরকে কিভাবে আরো উন্নত করা যায়, সে বিষয়ে নিশ্চয় তার সঙ্গে আমার আলাপ-আলোচনা হবে।’

নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখল নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগকে মিথ্যা দাবি করে আওয়ামী লীগ প্রার্থী খালেক বলেন, ‘উনি শুরু থেকেই এমন অভিযোগ করেছেন। কিন্তু আমি মাঠে তার কোনো প্রমাণ পাইনি। নির্বাচনি কর্মকর্তাদের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়েছি। তারাও মঞ্জু সাহেবের অভিযোগের সত্যতা পাননি।’

বিজ্ঞাপন

এ সময় গণমাধ্যমের প্রতি তিনি বলেন, আপনারাই তো মাঠে ছিলেন। এমন কিছু পেলে আপনারা তা তুলে ধরেন।

সোনাডাঙ্গার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কঠোর যখন তালুকদার আব্দুল খালেক আসেন, তখন গোটা এলাকায় কঠোর নিরাপত্তা ছিল। তার মধ্যেও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন সেখানে। শহরের বিভিন্ন সড়কে নৌকার সমর্থকদের মোটরসাইকেল মহড়া দিতেও দেখা যায়। এ সময় নগরীর কোথাও কোথাও খণ্ড খণ্ড মিছিলও চোখে পড়ে।

খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ১ হাজার ১৭৮টি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে ৪ হাজার ৯৭২ জন।

গত ৩১ মার্চ খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১২ এপ্রিল। পরে ১৫ ও ১৬ এপ্রিল চলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। ২৩ এপ্রিল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৪ এপ্রিল ইসি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে শুরু হয় নির্বাচনি প্রচারণা।

আরও পড়ুন-

শঙ্কায় মঞ্জু, সন্তুষ্ট খালেক

উৎকণ্ঠায় শুরু খুলনার ভোট

দুই ইভিএম কেন্দ্রে এগিয়ে নৌকা

জনগণের রায় মেনে নেব: খালেক

দুপুর নাগাদ ভোট পড়েছে ৫০ শতাংশ

কেসিসি নির্বাচন : দুপুরের পর পাল্টে গেছে দৃশ্য

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: মঞ্জু

জাল ভোটের চেষ্টা, খুলনার ইকবাল নগর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

সারাবাংলা/এটি/টিআর

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর