Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিনিদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে ইসরাইলকে স্বীকৃতি: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৩ ১২:৩২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ১৪:০৪

অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে আগামী বছরের শুরুতে তেলের উৎপাদন বাড়াতে ইচ্ছুক বলে হোয়াইট হাউসকে জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএসজে’র বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি আরব এবং বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করবে দেশটি।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (৬ অক্টোবর) ডব্লিউএসজে’র প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে রিয়াদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত সেপ্টেম্বরে সৌদি ক্রাউন প্রিন্স এবং ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছিলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে পৌঁছাতে সৌদি আরব ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেছিলেন, এমন চুক্তি হওয়ার জন্য ফিলিস্তিন সমস্যা সমাধান করা উচিত।

মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমাদের জন্য ফিলিস্তিন ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বিষয়টি সমাধান করতে হবে।’

এমবিএস’র এই মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন, এই ধরনের চুক্তি হলে ফিলিস্তিনিদের ‘পিঠে ছুরিকাঘাত’ হবে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত মাত্র ৬টি আরব দেশ ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ককে স্বাভাবিক করেছে। সর্বপ্রথম ১৯৭৯ সালে মিশর ও ১৯৯১ সালে জর্ডান পৃথক চুক্তি সই করে ইসরাইলকে স্বীকৃতি দেয়।

এরপর ২০২০ সালে তথাকথিত আব্রাহাম চুক্তির অংশ হিসাবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে মরক্কো, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও সুদান।

সারাবাংলা/এনএস

ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর