Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ২৩:০৮

ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরীক্ষার জন্য শিশুটিকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশুটির মা অভিযোগ করে জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে রূপনগর এলাকায় থাকেন তিনি। তিনি নিজে কিছুটা অসুস্থ হওয়ায় দুপুরে বৃষ্টির সময় বাসায় শুয়ে ছিলেন। শিশুটি বাড়ির সামনে বৃষ্টিতে ভিজে গোসল করছিল। কিছুক্ষণ পর প্রতিবেশীদের মাধ্যমে খবর পান ইব্রাহিম (৭০) নামে এক বৃদ্ধ নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন শিশুটিকে। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করেন।

শিশুটির কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি অভিযোগ করেন, শিশুটি যখন বৃষ্টিতে গোসল করছিল তখন ওই বৃদ্ধ শিশুটির হাতে ২০ টাকা দিয়ে তার রুম নিয়ে যান। এরপর শিশুটিকে ধর্ষণ করেন।

ওই বৃদ্ধের শাস্তি দাবি করেছেন শিশুটির মা।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি শুনার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্ষণ হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য তাকে ওসিসি“তে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/একে

ধর্ষণ মিরপুর শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর