মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ৬
৬ অক্টোবর ২০২৩ ২৩:০০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ১০:৫৫
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গজারিয়া ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রালারে থাকা ১৩ জনের মধ্যে নিখোঁজ রয়েছেন ছয়জন। এর মধ্যে উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের একই পরিবারের তিনজন।
নিখোঁজরা হচ্ছেন সুমনা আক্তার (২৫) ও তার দুই মেয়ে জান্নাতুল মাওয়া (১০) ও সাফা (৪), মারোয়া (৮),ইমাদ হোসেন (২) ও ছাব্বির হোসেন (৪০)।
জানা গেছে, গজারিয়া উপজেলার ফুলদি এলাকা থেকে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে ঘুড়তে বের হয় তারা। সান্ধায় বাড়ি ফেরার পথে গজারিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাল্কাহেডের ধাকায় ট্রলারটি ডুবে যায়। এসময় আশপাশের লোকজনের সহায়তায় ট্রলার থেকে ৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে ৬ জন।
এদিকে জীবিত উদ্ধার হয় সিপা মনি (৬), মফিজ (৪০), রিয়াদ হোসেন (২১), টিনা (১২) তাহিয়া (১০) আকলিমা (৪২) ও ট্রলার চালক রফিকুল ইসলাম (৪০)।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘আমরা উদ্ধারে এসেছি। আমাদের একটি টিম নদীতে কাজ করছে। এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
সারাবাংলা/একে