গাজীপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ১৪:৪১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১৪:৪৯
৬ অক্টোবর ২০২৩ ১৪:৪১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১৪:৪৯
গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে দেয়াল ধসে ফরিদুল (৬) ইসলাম নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) ভোরে সে মারা যায়। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলুপুর থানার মতি মিয়ার ছেলে। সে মা-বাবার সাথে বাইমাইল পশ্চিম পাড়া হাফেজ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন বলেন, দেয়াল ধসে আহতাবস্থায় ফরিদুলকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে সে মারা যায়।
সারাবাংলা/এনইউ