ভারতে গেল আরও ৬০০ মেট্রিক টন ইলিশ
৬ অক্টোবর ২০২৩ ১৪:১১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১৮:৪০
বেনাপোল: এবারের দুর্গাপূজা উপলক্ষে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৯ দিনে মোট ৬ লাখ ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে।
এর মধ্যে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৭৭ মেট্রিক টন একশ কেজি, ২৩ সেপ্টেম্বর শনিবার ৪০ মেট্রিক টন একশ কেজি, ২৫ সোমবার ৫৬ মেট্রিক টন পাঁচশ কেজি, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর বুধবার ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর শনিবার ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর মঙ্গলবার ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, বুধবার ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের দুর্গাপূজায় ভারতে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির কথা রয়েছে।
ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়।
ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, ‘পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কলকাতায়। পূজার আগে এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রফতানি শুরু হয়েছে ভারতে। গত ৯ দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করবে ৭৯টি ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান।’
সারাবাংলা/এমও