ঢামেকে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ১২:৫১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১২:৫৪
৬ অক্টোবর ২০২৩ ১২:৫১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১২:৫৪
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিদ্দিক শেখ (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষিরা ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে বন্দি ছিলেন কারাগারে। তার বাবার নাম মুসলিম। তবে তিনি কী মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।
সারাবাংলা/এসএসআর/এনইউ