গোপালগঞ্জে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
৬ অক্টোবর ২০২৩ ১১:২৯
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর তাণ্ডবে প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে বাজারের দোকানপাট ও মন্দির লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে গেছে গাছ, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।
ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (হারুন) কাজী জানান, টর্নেডো প্রবলগতিতে আঘাত হানে। কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডোর তাণ্ডবে বাজারের প্রায় ২০-২৫টি দোকানঘর ও একটি মন্দির বিধ্বস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে দোকানের মালামাল। উড়ে গেছে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড। উপড়ে গেছে বহু সংখ্যক গাছ-পালা। ভেঙে পড়েছে বৈদ্যুতিক বিদ্যুৎ খুঁটি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
হোটেল ব্যবসায়ী মনির ফকির (৫০) বলেন, হঠাৎ দেখি আকাশ কালো মেঘে ডেকে বাতাস শুরু হয়। কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই আমার দোকানের চাল উড়িয়ে নিয়ে যায়। ভয়ে দৌঁড়ে পাশের দোকানে আশ্রয় নেই।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘ঝড়ের তাণ্ডবে ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপন করা সম্ভব হয়নি।’
সারাবাংলা/এনইউ