সংরক্ষিত বনঘেঁষে করাতকল, অভিযানে উচ্ছেদ
৫ অক্টোবর ২০২৩ ২১:৩৮ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ০২:০০
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অনুমোদনহীন তিনটি করাতকল উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের কবিরপুর ও চূড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান।
অভিযানের তথ্য নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব কুমার মজুমদার জানান, বেআইনিভাবে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বনঘেঁষে করাতকল স্থাপন ও পরিচালনার অভিযোগ তিনটি করাতকল উচ্ছেদ করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা বলেন, করাতকল বিধিমালা-২০১২-এর ১২ বিধি অনুযায়ী অবৈধভাবে করাতকলে স্থাপন করায় মো. কোরবান আলী ও মানিক মিয়াসহ তিন করাতকল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা হয়। এ সময় করাতকলের মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর