Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের ফাঁদে ফেলে যুবক অপহরণ, মুক্তিপণ নিতে এসে ধরা ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ১৮:৫৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২৩ ১৯:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে যুবককে অপহরণের পর জিম্মি করে নির্যাতনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও। পুলিশ জানিয়েছে, প্রেমের ফাঁদে ফেলে ওই যুবককে জিম্মি করে একটি সংঘবদ্ধ চক্র। পুলিশ মুক্তিপণ দেওয়ার নামে ফাঁদ পেতে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার (৪ অক্টোবর) নগরীর দেওয়ানহাট এলাকায় মুক্তিপণ নিতে আসা দু’জনকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। তাদের তথ্যে হালিশহর থেকে গ্রেফতার করা হয় চক্রের আরও দুই সদস্যকে।

বিজ্ঞাপন

গ্রেফতার চারজন হলেন- মহিবুর রহমান সজীব (২৪), মো. রয়েল (২৪), মো. শরীফ (২৬) এবং মো. শাহাদাত (২২)।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আহলাদ ইবনে জামিল সারাবাংলাকে জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হালিশহর থানার বড়পোল এলাকা থেকে অপহরণের শিকার হন আশরাফুল ইসলাম হৃদয় (২৮) নামে এক যুবক। সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রিয়াঙ্কা নামে এক তরুণীকে দিয়ে মোবাইলে প্রেমের অভিনয় করে তাকে সেখানে ডেকে নিয়ে যায়। এরপর অটোরিকশায় তুলে নিয়ে যায় ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকায় একটি ভবনের বাসায়।’

তিনি আরও বলেন, ‘সেখানে তাকে আটকে রেখে রাতভর কাঠের বাটাম দিয়ে মারধর করে। তার স্ত্রীকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মারধর এবং হৃদয়ের চিৎকারের শব্দ স্ত্রীকে শোনায়। হৃদয়ের স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানার পর আমরা মুক্তিপণ দেওয়ার ফাঁদ পাতি। স্ত্রীর মাধ্যমে মোবাইল নম্বরে যোগাযোগ করে দেওয়ানহাট মোড়ে ডেকে আনি। ওদের মধ্যে দু’জন মুক্তিপণ নিতে এসে ধরা পড়ে। তাদের তথ্যে ভিকটিমকে উদ্ধার করি এবং হালিশহর থেকে আরও দু’জনকে গ্রেফতার করি।’

বিজ্ঞাপন

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আহলাম ইবনে জামিল।

সারাবাংলা/আরডি/পিটিএম

অপহরণ প্রেমের ফাঁদ মুক্তিপণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর