সংসদের ২৫তম অধিবেশন বসছে ২২ অক্টোবর
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ১৮:০৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৩ ২১:৫৩
৫ অক্টোবর ২০২৩ ১৮:০৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৩ ২১:৫৩
ঢাকা: আগামী ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন বিকেল ৪ টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন মাত্র নয় কার্যদিবস চলে শেষ হয় ১৪ সেপ্টেম্বর। এক অধিবেশন শেষ হবার ৬০ কার্যবদবসের মধ্যে পরবর্তি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম