Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তলে তলে অনেক কিছু হচ্ছে, ভুল বলিনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ১৪:২০ | আপডেট: ৫ অক্টোবর ২০২৩ ১৫:৪০

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি মার্কিন ভিসা নীতি নিয়ে মন্তব্য করে বলেছিলেন, ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে।’ এমন বক্তব্যে দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে ফের কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি তো ভুল কিছু বলিনি।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘কথাটা যা বলেছি, আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে— যে কথাটা বলেছি, আমি তো ভুল বলিনি।’

তিনি আরও বলেন, ‘দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। এ বিষয়টি দেশের সার্বিক অবস্থায় রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না?’

তিনি বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কণ্যা যখন সেলফি তুলেছিলেন, তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখনও বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপোষ মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।’

তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে— এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘তলে তলে বলি, সেটা পাবলিক খায়। সেজন্যই তো বলি খেলা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর