Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির রোডমার্চ: সমাবেশ নেভাল মোড়ে ভ্রাম্যমাণ মঞ্চে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৩ ২৩:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির মোড়ে বিএনপিকে রোডমার্চ পরবর্তী সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর পরিবর্তে দলীয় কার্যালয়ের সামনে নেভাল মোড়ে ভ্রাম্যমাণ মঞ্চ বানিয়ে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি।

অনুমতি পেয়ে বুধবার (৪ অক্টোবর) বিকেলে নেভাল মোড়ে সমাবেশের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা আছে।

বিজ্ঞাপন

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে প্রথমে কুমিল্লায় সমাবেশ হবে। সেখান থেকে রোডমার্চ শুরু হয়ে ফেনীর মহিপালে পথসভা শেষে যাত্রা করবে চট্টগ্রামের দিকে। পথে মীরসরাই উপজেলায় একটি সভা হবে।

এর পর চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয়ের উদ্দেশে রওয়ানা দেবে রোডমার্চের গাড়িবহর। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘আমরা কাজির দেউড়ির চত্বরে সমাবেশের জন্য সিএমপির কাছে অনুমতি চাইলেও সেটা করতে পারছি না। সমাবেশ হবে বিএনপি কার্যালয়ের পাশের নেভাল মোড়ে। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। দু’টি লরি পাশাপাশি দাঁড় করিয়ে মঞ্চ তৈরি করা হবে। এর দৈর্ঘ্য থাকবে ৪০ ফুট ও প্রস্থ ১৫ ফুট।’

তিনি জানান, চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ সিটি গেইট এলাকায় রোডমার্চকে স্বাগত জানানো হবে। এরপর একে খান মোড়, জাকির হোসেন রোড, ফয়সলেক, জিইসি মোড়, ওয়াসা, আলমাস সিনেমা মোড় হয়ে গাড়ির বহর এসে পৌঁছবে কাজীর দেউড়ির বিএনপি কার্যালয়ের সামনে।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলেন, ‘নেভাল মোড়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ যাতে শেষ হয়, সে ব্যাপারে আমরা সবধরনের সহযোগিতা দেব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

নেভাল মোড় বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর