Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৩ ২২:২০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ২২:৩২

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে। ফলে দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। বিদেশিরাও ভোটাধিকারের প্রশ্নে জোরালো ভূমিকা রাখছে। এ কারণেই সব বিষয়ে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’

বুধবার (৪ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলার উপজেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় সাবেক যুগ্ম কর কমিশনার জহিরুল ইসলাম জহির জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

বিজ্ঞাপন

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বর্তমান সরকার পার্টির অভ্যন্তরে গ্রুপিং সৃষ্টি করে আমাদের দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মাতৃতুল্য বেগম রওশন এরশাদকে জিম্মি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জাতীয় পার্টি কখনও আপসের রাজনীতি করবে না। অস্তিত্ব আর অধিকার রক্ষার স্বার্থে আমরা আর কারো সাথে আপস করবো না।’

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশের জন্য ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে আশঙ্কা জানিয়ে বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘বাংলাদেশে দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনা। পারমাণবিক দুর্ঘটনা হলে আমাদের মত জনবহুল দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আগামী প্রজন্মের জন্য আমরা একটি ঝুঁকিপূর্ণ দেশ রেখে যাচ্ছি। রাশিয়ান ইঞ্জিনিয়ার ও ভারতীয় কনসাল্টেন্টরা এই প্রকল্প পরিচালনা করবে। বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার এর সাথে সম্পৃক্ত নেই। জার্মানিসহ ইউরোপের অনেক দেশ পারমাণবিক বিদ্যুত প্রকল্প বন্ধ করে দিচ্ছে। আর আমাদের সরকার ভারতের চেয়ে কয়েকগুণ বেশি খরচে এমন ভয়াবহ প্রকল্প বাস্তবায়ন করছে।’

বিজ্ঞাপন

উপজেলা প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা আহ্বায়ক ফখরুল ইমাম, ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি, ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

অনিশ্চয়তা জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর