Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের ট্যাংকে ১ লাখ ১৪ হাজার ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৩ ২০:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একটি ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে এক লাখ ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলয়ন (র‍্যাব)। এ সময় তিন জনকে আটক করে র‍্যাব।

বুধবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার কুমিরার কাজীপাড়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক তিন জন হলেন- মো. মহিবুল্লাহ (২৪), মো. ইয়াসিন (১৯) ও মো. আলম (২১)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার সারাবাংলাকে জানান, মাদক ব্যবসায়ীরা টেকনাফ থেকে একটি ট্রাক করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে কুমিরা কাজীপাড়া ফিলিং স্টেশনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাব।

পরে র‍্যাবের সদস্যরা একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটা না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে ট্রাকটি থামিয়ে তিন জনকে আটক করা হয়। এরপর ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে পাঁচ’শ ৭০টি প্যাকেট থেকে ১ লাখ ১৪ হাজার ইয়াবা উদ্ধারসহ ট্রাকটিও জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/পিটিএম

ইয়াবা টপ নিউজ তেলের ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর