বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
৪ অক্টোবর ২০২৩ ১৯:০২ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৯:০৯
ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় একটি বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে জুবায়ের (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শান্ত (২০) নামে আরও একজন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হাসান ও শরিফুল ইসলাম জানান, তারা কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসের পাশে একটি বহুতল ভবনে কাজ করেন এবং সেখানেই থাকেন। জুবায়ের রাজমিস্ত্রীর সহযোগী আর শান্ত ইলেক্ট্রিক মিস্ত্রি। নয় তলা ভবনটির সাত তলায় কাজ করার সময় তারা দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় জুবায়ের সাত তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে জুবায়েরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ থেকে দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসব জুবায়ের নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত শান্তর দুই হাত, পাসহ শরীর দগ্ধ হয়েছে। এছাড়া তার মাথায় আঘাত রয়েছে। তাকে শেখ হাসিনা জাতিয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ