Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাসচাপায় মাদরাসা শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৩ ১৬:৪০

গাজীপুর: জেলার কাপাসিয়া উপজেলায় বাসের চাপায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন (৩৫) নরসিংদীর মনোহরদী থানার কোঁচেরচর ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

বুধবার (৪ অক্টোবর) সকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী নামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল আমিন উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, সকালে নুরুল আমীন মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে চালক নুরুল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/টিকে/এনএস

কাপাসিয়া উপজেলা গাজীপুর মাদরাসা শিক্ষক নিহত