Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৩ ১৬:২৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৯:৪১

কুষ্টিয়া: আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার ক্রীড়নক হিসেবে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই প্রমাণ করে— বিএনপি এই মুহূর্তে বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কোনো দুরভিসন্ধিতে লিপ্ত।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে কখনোই বিশ্বাসী নয়। তাই সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন তাদের কাছে কাল্পনিক মনে হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

ক্রিয়ানক বিএনপি বিদেশি শক্তি হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর